Mojim Lyrics
Mojim Lyrics > Americas singers > Artcell > Miscellaneous > Ei Bristi Bheja Raate

Artcell



Lyrics
Album list

Artcell

Ei Bristi Bheja Raate

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না??

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখির নিঝুম ছন্দে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
Find more lyrics at ※ Mojim.com

মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসোনা?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
পৃথিবী কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা??



All comments ( 1 )
Khap Prince Trinolota Band
YT
TRINOLOTA